সিটিজেন চার্টারঃ-
ক) সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রয়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের নির্ভরশীল স্ত্রী/স্বামী এবং সরকারি চাকুরীজীবির ১৫ (পনের) বৎসরের কম বয়সের সন্তান, ৫ (পাঁচ)/ ১০ (দশ) বৎসরের অতিক্রান্ত, সমর্পণকৃত (সারেন্ডারড) দের জন্য একটি ফরম ও অন্যান্যদের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য ০২ (দুই) কপি পূরণকৃত পাসপোর্ট ফরম দাখিল করতে হবে।
খ) অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতা একটি করে রঙিন ছবি (৩০ x২৫ মিঃ মিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।
গ) জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহের ( যেমন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) সত্যায়িত ফটোকপি।
ঘ) যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যয়ন ও সত্যায়ন করতে পারবেন- সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধা সরকারী/ স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের ৭ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণ।
ঙ) প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/ এনওসি (NOC) দাখিল করতে হবে।
চ) কহটনৈতিক পাসপোর্ট লাভের যোগ্য আবেদনকারীগণকে পূরণকৃত ফরম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
ছ) নামের সংক্ষিপ্তরূপের পরিবর্তে (যেমন- মোঃ/MD-এর স্থলে মোহাম্মদ/MOHAMMAD) লেখা বাঞ্ছনীয়। শিক্ষাগত বা চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ ( যেমন - ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি) নামের অংশ হিসেবে পরিগণিত হবে না। ফরমের ক্রমিক নং- ৩ পূরণের ক্ষেত্রে, একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে ১ঠি ঘর শূন্য রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী/স্ত্রী মৃত হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/Late’লেখা যাবে না।
* পাসপোর্টের ফি ও বিতরণের সময়ঃ
ক্রমিক নং |
আবেদনের প্রকার |
ফি’র পরিমাণ |
বিতরণের সময়সীমা |
০১ |
জরুরী |
৬০০০/-টাকা |
অনুকূল পুলিশ রিপোর্ট সাপেক্ষে ১১ দিনের মধ্যে |
০২ |
সাধারণ |
৩০০০/-টাকা |
অনুকূল পুলিশ রিপোর্ট সাপেক্ষে ২১ দিনের মধ্যে |
০৩ |
সরকারী কর্মকর্তা/ কর্মচারীদের ক্ষেত্রে |
৩০০০/-টাকা |
১১ দিনের মধ্যে |
*নবায়নের ফি ও বিতরণের সময়সীমাঃ
ক্রমিক নং |
আবেদনের প্রকার |
ফি’র পরিমাণ |
বিতরণের সময়সীমা |
মন্তব্য |
০১ |
জরুরী |
৫০০/-টাকা |
০৭ দিনের মধ্যে |
প্রতি ০১ বছরের জন্য |
০২ |
সাধারণ |
৩০০/-টাকা |
১৫ দিনের মধ্যে |
প্রতি ০১ বছরের জন্য |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস